আবার এক ভাগচাষীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃত ভাগচাষীর নাম দশরথ মাঝি (৪১)। বাড়ি মঙ্গলকোটের ইটা গ্রামের পশ্চিমপাড়ায়। মৃতের ছেলে অর্জুন মাঝি জানিয়েছেন, দশরথ মাঝি নিজে ক্ষেতমজুরের কাজ করতেন। পাশাপাশি তিনি এবছর দেড় বিঘে জমিতে ভাগচাষ করেন। এজন্য জমির মালিককে ৯ মণ ধান দেবারও কথা ছিল। কিন্তু এবছর কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ফসলের ক্ষতিও হয়। অর্জুন মাঝি জানিয়েছেন, কিছুদিন আগে তাঁর এক বোনের বিয়ের জন্যও বাজারে দেনা হয়েছিল। এছাড়াও এই ভাগে চাষ করতে গিয়ে বাজারে প্রায় ১৫ হাজার টাকা দেনাও হয়। কিন্তু ফসলের ক্ষতি মেনে নিতে পারেননি দশরথবাবু। হতাশার জেরে বেশি করে নেশা করতে থাকেন। তা নিয়ে স্ত্রী মমতা মাঝির সঙ্গে অশান্তিও শুরু হয়। এর জেরেই গত মঙ্গলবার জমিতে গিয়ে কীটনাশক খান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার রাত্রে তাঁর মৃত্যু হয়।
Like Us On Facebook