বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ উঠল বুদবুদের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে কাঁকসা থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তির খোঁজে জোর তল্লাশি শুরু করেছে।

জানা গেছে, কাঁকসার এক যুবতীর সঙ্গে বুদবুদের অরূপ চৌধুরী নামে এক যুবকের ফেসবুকে পরিচয় হয়। পরিচয় থেকে ভলোবাসার সম্পর্ক তৈরি হয়। অরূপ ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় বলে অভিযোগ। যুবতীর বাড়িতে না জানিয়ে অরূপ ওই যুবতীকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই যুবতীকে অরূপ দেওঘরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে পালায় বলে অভিযোগ। এদিকে ওই যুবতীর পরিবার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় কাঁকসা থানায় ১০এপ্রিল একটি নিখোঁজ ডায়রি করলে কাঁকসা থানার পুলিশ পরে দেওঘর থেকে ওই যুবতীকে উদ্ধার করে। উদ্ধারের পর যুবতী বাড়িতে সব ঘটনা জানালে অভিযুক্ত অরূপ চৌধুরীর নামে ধর্ষণের মামলা দায়ের করে পুলিশ। বৃহস্পতিবার ওই যুবতীর দুর্গাপুর আদালত গোপন জবান বন্দি নেওয়া হয়। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের জন্য পুলিশ জোর তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook