পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমান শহরের যৌনকর্মীদের ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হয়েছে। সোমবার বর্ধমান শহরের মহাজনটুলি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ক্যাম্প করে ভোটার তালিকায় যৌনকর্মীদের নাম তোলার কাজ করা হয়।
জানা গেছে, এদিন প্রায় ৬০ জন যৌনকর্মী ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশে ‘কোন ভোটার যেন বাদ না পড়েন’ – এই কর্মসূচিতে সর্ব স্তরের মানুষকে ভোট প্রক্রিয়ায় সামিল করতে নানান কর্মসূচি নিচ্ছে জেলা নির্বাচনী দফতর। জানা গেছে, রাজ্যে এই প্রথম যৌনপল্লী এলাকায় গিয়ে যৌনকর্মীদের জন্য আলাদাভাবে ক্যাম্প করে ভোটার তালিকায় নাম তোলার কাজ হচ্ছে। পাশাপাশি যৌনকর্মীদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দিতে নাম নথিভুক্তির প্রক্রিয়াও শুরু করেছে প্রশাসন। ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পেয়ে যৌনকর্মীরাও তাঁদের খুশির কথা জানান।