বর্ধমানের একটি প্রতিষ্ঠিত ইলেকট্রনিক্স শোরুমে ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণের ছক বানচাল করল পূর্ববর্ধমান জেলা পুলিশ। গ্রেপ্তার ৭ কুখ্যাত দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ টি ওয়ান শর্টার, ১ টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৩ রাউণ্ড গুলি, ৮ টি মোবাইল ও ২৫ কেজি গাঁজা সহ নগদ ৫ হাজার টাকা।
পুলিশি জেরায় বর্ধমানের একাধিক ছিনতাই ও ডাকাতিতে যুক্ত থাকার কথা স্বীকার করেছে ধৃতরা বলে পুলিশের দাবি। এমনকি তাদের বিরুদ্ধে একাধিক খুনের মামলাও আছে বলে দাবি পুলিশের। ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি বর্ধমান শহরে এবং বাকি চারজনের বাড়ি বিহারের লক্ষ্মীসরাইয়ে। দশ দিনের পুলিশি হেফাজতের চেয়ে ধৃতদের আজ বর্ধমান আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পায় বর্ধমান শহরের গোদা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দুষ্কৃতী জড়ো হচ্ছে। এরপর পুলিশ ওই এলাকায় নজরদারি শুরু করে। রবিবার রাতে ওই বাড়ি থেকে পুলিশ সাত জন দুষ্কৃতীকে ধরে। তাদের জেরে করে পুলিশ জানতে পারে তারা শহরের একটি নামী ইলেকট্রনিক্স শোরুমে ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণের ছক করেছিল। এছাড়াও বর্ধমান শহর ও সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি ডাকাতির সঙ্গে এই দলটি জড়িত।