চরস সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বর্ধমান স্টেশনের জিআরপি। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে সাত কেজি দেড়শো গ্রাম চরস উদ্ধার হয়েছে বলে দাবি করেছে জিআরপি। যার আন্তজার্তিক বাজার মূল্য কমপক্ষে ৩০ লক্ষ টাকা। ধৃত দুজনের নাম মহম্মদ মইনুদ্দিন ও মহম্মদ আসিফ। জানা গেছে, তারা ডাউন মিথিলা এক্সপ্রেসে বিহার থেকে এসে বর্ধমানস্টেশনে নামে। তারা ট্রাভেল ব্যাগে চরস নিয়ে যাচ্ছিল। কলকাতার ইকবালপুরে যাওয়ার কথা ছিল। বর্ধমান স্টেশনের প্লাটফর্মে ঘোরাঘুরি করার সময় রেল পুলিশের সন্দেহ হয়। তাদের তল্লাশি করার সময় চরস উদ্ধার হয়। ধৃতরা রক্সৌল থেকে চরস নিয়ে আসছিল বলে স্বীকার করেছে পুলিশি জেরায়।
Like Us On Facebook