.

হোম কোয়রান্টিনে পাঠানো হয়েছে বর্ধমান ডেন্টাল কলেজের চার চিকিৎসক সহ সাত জনকে। জানা গেছে, ডেন্টাল কলেজের এক চিকিৎসকের বাবার করোনা সংক্রমণ ধরা পড়েছে। হাওড়া জেলার বাসিন্দা করোনা আক্রান্ত ওই চিকিৎসক। ওই চিকিৎসক বর্ধমান ডেন্টাল কলেজে এসেছিলেন। তাঁর সংস্পর্শে আসায় সতর্কতা হিসাবে চার চিকিৎসক, এক নার্স, দু’জন হাউসস্টাফ সহ সাত জনকে হোম কোয়রান্টিনে থাকার পরামর্শ দিলেন কলেজের প্রিন্সিপাল।

Like Us On Facebook