.
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৭ চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। তাঁদের মধ্যে ৬ জন গাইনি বিভাগের চিকিৎসক। অন্যজন অর্থোপেডিক বিভাগের। এক জন গাইনি বিভাগের চিকিৎসক কয়েকদিন আগেই কোভিড পজিটিভ হন। গত কয়েকদিনে বর্ধমান হাসপাতালের ৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হলেন। ইতিমধ্যেই মানসিক বিভাগ ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের আউটডোর তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই চিকিৎসকদের সংস্পর্শে আসায় ২০ জন চিকিৎসক, নার্স ও হাউস স্টাফকে কোয়রান্টিনে পাঠানো হয়েছে। এদিকে, বর্ধমান জেলা পুলিশের দুই আধিকারিকের পরিবারে করোনা সংক্রমণ হওয়ার পর সোমবার খণ্ডঘোষ ও মাধবডিহি থানার দুই আধিকারিকও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
Like Us On Facebook