প্রতিনিয়তই ক্যান্সারে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু সরকারি পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকায় আক্রান্তদের প্রায়শই ভিনরাজ্যে চিকিৎসার জন্য ছুটতে হয়। আর তাই বিশেষত, পূর্ব বর্ধমান জেলা সহ আশপাশের বেশ কয়েকটি জেলার ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হতে চলেছে পৃথক একটি ক্যান্সার কেন্দ্র। কেন্দ্র ও রাজ্যের যৌথ
উদ্যোগে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে এই বিশেষ কেন্দ্র।
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডা. উৎপল দাঁ জানিয়েছেন, প্রকল্পের মোট বাজেট প্রায় ৪৫ কোটি টাকা। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের অনুমোদন এসে গেছে। কেন্দ্রের ৩০ কোটি টাকাও চলে এসেছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। শেষ হতে ৩-৪ বছর সময় লাগবে। তিনি জানান, এই কেন্দ্র তৈরি হলে আশপাশের অনেক জেলা সহ গোটা রাজ্যের মানুষের উপকার হবে। বর্তমানে এই মানের কেন্দ্র রয়েছে একমাত্র কলকাতায় চিত্তরঞ্জন ক্যান্সার সেন্টারে। তিনি জানিয়েছেন, বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার সংক্রান্ত যে চিকিৎসা কেন্দ্র রয়েছে তা নতুন ভবনে স্থানান্তরিত করা হবে। ক্যান্সার আক্রান্ত মানুষজনকে বাইরের রাজ্যে ছুটতে হবে না।
অন্যদিকে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রেডিয়েশন অঙ্কোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সনাতন ব্যানার্জী জানিয়েছেন, এটি একটি টারসিয়ারি কেয়ার ক্যান্সার সেন্টার। কেন্দ্র-রাজ্য ৬৫-৩৫ অনুপাতের প্রকল্প। ৪৫ কোটি টাকার প্রোজেক্ট হলেও প্রকল্পের কাজ শেষ হতে ১০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। ৮ তলা ভবন হবে। পুরোটাই ক্যান্সার বিষয়ে। এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বছরে ১০ হাজার রোগীর চিকিৎসা হয়। তিনি জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা বাবুরবাগে ডাক্তারদের কোয়ার্টারের পাশের জমিতে এই ভবন তৈরি হবে। এখানে রোগনির্ণয়, সার্জারী, মেডিসিন, রেডিয়েশন সমস্ত কিছুই থাকবে।