ডাইনি প্রথার মত কুসংস্কারকে দূর করতে আদিবাসী সমাজের শিক্ষিতদের ব্যবহার করার পাশাপাশি ওঝা ও গুণিনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে বর্ধমান বিডিএ সভাকক্ষে এ বিষয়ে একটি কর্মিশালা ও সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে হাজির ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, মারিয়া ফার্ণাণ্ডেজ, রত্না ঘোষ, দিপান্বিতা হাজারী, শ্রাবন্তী বন্দোপাধ্যায় প্রমুখরা। এছাড়াও হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে মহিলা কমিশনের কাছে জেলার একাধিক ডাইনি সংক্রান্ত অত্যাচারের ঘটনা তুলে ধরা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের ঘটনায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও তুলে ধরা হয় মহিলা কমিশনের কাছে। পরে লীনাদেবী জানান, সমাজ থেকে এই কুসংস্কার দূর করতে সরকার বদ্ধ পরিকর। ইতিমধ্যেই এই ধরণের ঘটনাগুলি নিয়ে ছোট ছোট তথ্যচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যা জেলায় জেলায় ব্যাপকভাবে প্রচার করা হবে।

অন্যদিকে, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, অশিক্ষার জন্যই এই ধরণের ঘটনা ঘটে। কিন্তু বর্তমান সরকারের আমলে এই অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। কিন্তু সমাজ থেকে এই কুসংস্কার দূর করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে।

Like Us On Facebook