.

আদি নব্যের পর ফের নতুন বিতর্ক। স্বচ্ছ ভাবমূর্তির বিজেপি প্রার্থী চাই এই পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শহর বর্ধমানে। বৃহস্পতিবার সকালে শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় স্থানীয়রা এই পোস্টার দেখতে পায়। ‘বর্ধমান জেলার জনগণ’ নাম দিয়ে সাঁটানো এই পোস্টারে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার বিভিন্ন পদাধিকারী তথা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে পারেন এই রকম নেতা-নেত্রীদের ছবি দিয়ে তাদের সম্পর্কে কুৎসিত মন্তব্য করে তাঁদের যাতে প্রার্থী না করা হয় সেই আবেদনই জানানো হয়েছে পোস্টারগুলিতে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির অভিযোগ, নির্বাচনে হার নিশ্চিত জেনেই তৃণমূলের পক্ষ থেকে এই ধরণের কুরুচিকর পন্থার আশ্রয় নেওয়া হয়েছে। তাতে বিজেপির স্বচ্ছ ভাবমূর্তিতে কেন প্রভাব পড়বে না। যদিও তৃণমূলের পাল্টা দাবি, বর্ধমান সদর সাংগঠনিক জেলায় বিজেপির আদি ও নব্যের গোষ্ঠী দ্বন্দ্বের কথা সর্বজনবিদিত, তারই ফল এটা। এখনে তৃণমূলের কোন যোগ নেই।

Like Us On Facebook