এনআরএস কান্ডের জেরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিল কর্তৃপক্ষ। বুধবার বর্ধমান হাসপাতালের সুপার ও পুলিশ সুপারের মধ্যে এই বিষয়ে এক বৈঠক হয়। পাশাপাশি স্বাস্থ্যভবনে বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা জোরদার করার বিষয়ে এক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান হাসপাতালের ডেপুটি সুপার।

জানা গেছে, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসি ক্যামেরার সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে যাতায়াতের রাস্তায় পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসানো হবে। হাসপাতালে ইন্সপেক্টার পদমর্যদার এক অফিসারের নেতৃত্বে পুলিশের সংখ্যা আরও বাড়ানো হবে এবং হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য নোডাল অফিসার হিসাবে ডিএসপি হেড কোয়ার্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ধমান থানার আইসি ও হাসপাতালের সুপারের চেম্বারে বিশেষ অ্যালার্মের ব্যবস্থা থাকবে। কোন ঘটনা ঘটলে হাসপাতালের সুপার ও আইসি যাতে দ্রুত জানতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। পাশাপাশি হাসপাতালের নিজস্ব নিরাপত্তা রক্ষী বাড়ানো, মেডিক্যাল কলেজ ও ছাত্রাবাসের নিরাপত্তা বাড়ানো সহ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্বাস্থ্যভবনে একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook