.
আগামী ১৫ আগস্ট ৭৩ তম স্বাধীনতা দিবস। গোটা দেশ জুড়ে সাড়ম্বরে পালন করা হবে দিনটি। স্বাধীবতা দিবসের আগে যে কোন ধরণের নাশকতা রোধে সক্রিয় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকেও। মঙ্গলবার চেকিং করা হল বর্ধমান শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকায়। শহরের বাসস্ট্যান্ড, স্টেশন, শপিং মলে তল্লাশি চালায় পুলিশ। সঙ্গে ছিল স্নিফার ডগ। নিরাপত্তার নানা দিক খুঁটিয়ে দেখা হয় এদিন।
Like Us On Facebook