অসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের সঙ্কট কাটাতে এগিয়ে এল হাসপাতালের নিরাপত্তা বিভাগের কর্মীরা৷ মঙ্গলবার আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা বিভাগের কর্মীরা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্ত সঙ্কট কাটাতে এক রক্তদান শিবিরের আয়োজন করেন৷ যেখানে প্রায় ৬০ ইউনিট রক্ত সংগ্রহ হয়৷

হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, গরমের সময় এমনিতেই রক্তদান শিবিরের আয়োজন কম হয়৷ সে কারণে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট দেখা দেয়৷ সেই সঙ্কট কাটাতে হাসপাতালের নিরাপত্তা বিভাগের কর্মীরা মঙ্গলবার অভিনব উদ্যোগ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছেন৷ ভবিষ্যতে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিয়েও রক্তদান শিবিরের আয়োজন করা হবে৷

Like Us On Facebook