দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা মঙ্গলবার পথশিশুদের নিয়ে দুর্গাপুরের মণ্ডপে মণ্ডপে ঘুরে শিশুদের পুজো দেখালেন। এদিন সকালে দুর্গাপুর রেলস্টেশন থেকে সুসজ্জিত দুটি বাসে নতুন বস্ত্রে পথশিশুদের এবং তাদের মায়েদের দুর্গাপুরের বড় মণ্ডপগুলি পরিদর্শন করানো হয়। পরিদর্শন শেষে দুর্গাপুর রেডক্রস ভবনে সকলকেই বিরিয়ানি ও মাংস খাওয়ান মহকুমাশাসক। মহকুমাশাসকের এই উদ্যোগকে দুর্গাপুরের সুশীল সমাজ সাধুবাদ জানান।
Like Us On Facebook