গোটা রাজ্য জুড়ে বামেদের ডাকা জেল ভরো আন্দোলনে উত্তাল হল বর্ধমান শহরও। এদিন দুপুর নাগাদ বর্ধমান স্টেশন থেকে বামেদের বিশাল মিছিল বের হয়। মিছিল কোর্ট চত্বরে আসতেই সিপিএম সমর্থকরা হাতে দলীয় পতাকা নিয়ে ছুটে যান পুলিশের ব্যারিকেডের দিকে।

প্রথম একটি ব্যারিকেড ভেঙে ফেলে দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যেতেই পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে। এই সময় দুপক্ষের ধস্তাধস্তিতে দ্বিতীয় ব্যারিকেডও ভেঙে যায়। পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তি শুরু হয় সিপিএম সমর্থকদের। ব্যাপক ঠেলাঠেলি এবং ধস্তাধস্তির সময় রাস্তায় পড়ে যান সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক তথা কৃষক সভার রাজ্য কমিটির সদস্য অমল হালদার। প্রায় আধঘণ্টা ধস্তাধস্তি চলার পর পুলিশ গ্রেফতার করে আইন অমান্যকারীদের।



Like Us On Facebook