বাইক আরোহীকে বাঁচাতে সজোরো ব্রেক কষলে উল্টে গিয়ে আহত হলেন একটি স্করপিও গাড়ির পাঁচ আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ২ নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমানের ফাগুপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কলকাতার দমদম থেকে একটি স্করপিও গাড়ি করে পাঁচজন দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। সকাল ৮টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কের উপর বর্ধমানের ফাগুপুর এলাকায় হঠাৎ একটি বাইক স্করপিওর সমানে চলে আসায় গাড়ির ড্রাইভার সজোরে ব্রেক কষেন। হঠাৎ ব্রেক কষায় দ্রুতগতিসম্পন্ন গাড়িটি জাতীয় সড়কের পাশের জমিতে উল্টে যায়। গত কয়েকদিনের বৃষ্টিতে মাঠের জমি নরম থাকায় গাড়ির আরোহীরা প্রাণে বেঁচে যান। সকলেরই অল্পবিস্তর চোট লাগে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ছুটে এসে গাড়ির যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। গাড়িটি উল্টে যাওয়ার সময় জাতীয় সড়কের পাশের একটি অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে, রাজবাঁধ এলাকার ওই পাঁচ ব্যক্তি কলকাতার দমদম থেকে স্করপিও গাড়িটিতে ফিরছিলেন। দুর্গাপুর অভিমুখে যাওয়ার সময় এদিন সকালে দুর্ঘটনার কবলে পড়ে স্করপিও গাড়িটি।