.
ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনাকে আরও বাড়িয়ে তুলতে সোমবার পূর্ব বর্ধমান জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল বিজ্ঞান প্রদর্শনী। এদিন বর্ধমানের বিদ্যার্থী বয়েজ হাইস্কুলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায়, জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক শারদ্বতি চৌধুরী প্রমুখ। জেলার ৫৯টি সার্কেল থেকে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মডেলগুলি প্রদর্শিত হয়। দেওয়া হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারও।
Like Us On Facebook