বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী এক ঝাঁক বিজ্ঞানীদের নিয়ে বর্ধমানে শুরু হল রাজ্যের ২৫ তম এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস। বৃহস্পতিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। হাজির ছিলেন বিজ্ঞানী অমলেশ মুখোপাধ্যায়, ড. আশীষ ব্যানার্জী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, সহ-উপাচার্য ষোড়ষী মোহন দাঁ, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রমুখ।

স্বপনবাবু এদিন বলেন, ল্যাবরেটরি থেকে বিজ্ঞানকে বের করে আনতে হবে রাস্তায়। যাতে বিজ্ঞানের সুফল পেতে পারে একেবারে রাস্তার পাশে থাকা ফুটপাতবাসীও। তিনি এদিন আবেদন রাখেন যতটা সম্ভব মাতৃভাষায় বিজ্ঞান চর্চা হোক। বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য বক্তা বিশিষ্ট বিজ্ঞানী অমলেশ মুখোপাধ্যায় এদিন বলেন, আরও বেশি করে এই ধরণের বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠান হওয়া প্রয়োজন। তিনি বলেন, সোস্যাল সায়েন্স নিয়ে বর্তমান সময়কালে বিস্তর আলোচনা হলেও বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এখনও সেভাবে সোস্যাল সায়েন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে ডেঙ্গুই হোক বা সামাজিক যে কোনো ইস্যুতে বিজ্ঞানের সুফল সেভাবে সমাজের বুকে প্রতিফলিত হচ্ছে না। আর তাই আরও বেশি করে এই ধরণের আঞ্চলিক কংগ্রেস হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, এই দুদিনের বিজ্ঞান কংগ্রেসে ৪৩২ জন গবেষক এবং ৮০ জন বিশিষ্ট বিজ্ঞানী অংশ নিচ্ছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ, বোটানি, কেমিস্ট্রি সহ মোট ১২টি বিভাগের ওপর গবেষণাপত্র জমা পড়বে। এই গবেষণাপত্রগুলি থেকেই বাছাই করা গবেষণাপত্র রাজ্য বিজ্ঞান কংগ্রেসে স্থান পাবে।

Like Us On Facebook