আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া গ্লাস ফ্যাক্টারির সামনে পথ দুর্ঘটনায় সালানপুর কল্যানেশ্বরী স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্র শুধাংশু দাস গুরুতর আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায় শুধাংশু স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি ট্রাক্টরের ধাক্কায় আহত হয়। স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করে বলে অভিযোগ। ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় মানুষ আসানসোল-চিত্তরঞ্জন জিটি রোড গ্লাস ফ্যাক্টারি মোড়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।