.

আগামী কাল থেকে রাজ্যে খুলছে স্কুল, রাজ্য সরকারের নির্দেশে শুক্রবার থেকে স্কুল খোলার জন্য বৃহস্পিতিবার অধিকাংশ স্কুলেই চলে সাফাইয়ের কাজ ও জীবাণুনাশক স্প্রে করার কাজ। বৃহস্পতিবার কাঁকসার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা এবং অশিক্ষক কর্মীরা উপস্থিত থেকে সাফাইয়ের কাজ করান। জানা গেছে, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়েই বিদ্যালয় চালু হবে। তবে করোনার জন্য সরকার নির্দেশিত বিধি মেনেই স্কুলের পঠন পঠন চলবে। বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন পর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হবে। তাই ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও উৎসাহ রয়েছে।

Like Us On Facebook