অবশেষে দীর্ঘ প্রায় দশ মাস পর বনধকে উপেক্ষা করে শুক্রবার রাজ্যের সমস্ত স্কুলের দরজা খুললো। শুক্রবার রাজ্য সরকারের নির্দেশে স্বাস্থ্য বিধি মেনে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে স্কুলে পঠন-পাঠন শুরু হল। বৃহস্পতিবার থেকে সমস্ত স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করা। কোভিড বিধি মেনে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য স্কুলে স্যানিটাইজার ও সাবান রাখা হয়। সামাজিক দুরত্ব মেনে স্কুলের বিভিন্ন রুমে পড়ুয়াদের বসানো হয়। সঙ্গে মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

শুক্রবার সকালে দুর্গাপুরের স্টেশন সংলগ্ন দুর্গাপুর তারক নাথ বিদ্যায়তনে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার উৎসাহ উদ্দীপনা দেখা যায়। স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ মুখার্জী বলেন, ‘আজ আমাদের স্কুল কোভিড প্রোটোকল মেনে খোলা হল। দীর্ঘদিন পর স্কুল খোলায় ছাত্র-ছাত্রীদের মধ্যে চরম উদ্দীপনা দেখা যায়। শিক্ষক-শিক্ষিকারাও স্বাস্থ্য বিধি মেনে ক্লাস নিচ্ছেন।’ একই দৃশ্য দেখা যায় দুর্গাপুরের অন্যান্য স্কুলেও। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ প্রসূন কাজী বলেন, ‘আজ কোভিড প্রোটোকল মেনে দুর্গাপুরের সমস্ত স্কুল খুলেছে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা স্কুলে এসেছে। ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ৪২ থেকে ৪৫ শতাংশ। কোথাও কোন সমস্যা নেই।’

এদিন সমস্ত স্কুলেই দেখা গেল স্কুলের কর্মীরা মাস্ক, স্যানিটাইজার হাতে দাঁড়িয়ে রয়েছেন স্কুলের গেটে। হাতে স্যানিটাইজার ও মুখে মাক্স পড়ে তবেই স্কুলে ঢুকতে দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। যারা মাস্ক পড়ে আসেনি, স্কুলের তরফ থেকে তাদের দেওয়া হচ্ছে মাস্ক। উখড়া কেবি ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষিকা সোমা দাশগুপ্ত জানান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রতিটি ক্লাস রুমে সর্বোচ্চ ৩০ জন ছাত্র-ছাত্রীর বসার ব্যবস্থা করা হয়েছে। ক্লাসরুমে একটি বেঞ্চের দুই প্রান্তে দু’জন করে বসানো হচ্ছে। দূরত্ববিধি বজায় রাখার জন্য মাঝের একটি বেঞ্চ ফাঁকা রাখা হচ্ছে।’

Like Us On Facebook