পূর্ব বর্ধমানের কালনার মেয়ে সায়নী দাস আমেরিকার ক্যাটালিনা চ্যানেল সাঁতরে পেরিয়ে দেশের মুখ উজ্জ্বল করল। ক্যাটালিন আইল্যান্ড থেকে ম্যানহ্যাটন বিচের প্রায় ৩২ কিলোমিটার দুরত্ব পেরোতে সায়নী ১২ ঘন্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়েছেন। জানা গেছে, সায়নী যখন ক্যাটালিনা চ্যানেলে নামেন তখন ক্যাটালিন চ্যানেলের জল মোটেই অনুকূল ছিল না সাঁতারের জন্য। জলের তাপমাত্রা ছিল ১৫-১৬ ডিগ্রির মধ্যে সঙ্গে ছিল প্রবল বিপরীতমুখী স্রোত। সঙ্গে অভ্যর্থনা করার জন্য ছিল তিমি। বুলা চৌধুরির পর দ্বিতীয় বাঙালি হিসাবে ক্যাটালিনা চ্যানেল জয় করলেন সায়নী। এর আগে তিনি ইংলিশ চ্যানেল ও অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয় করেছেন।
সায়নী দাসের আগে আর এক বাঙালি বুলা চৌধুরী ২০০২ সালে প্রথম এশীয় সাঁতারু যিনি ক্যাটালিনা চ্যানেল জয় করেছিলেন। সায়নী দাস দ্বিতীয় বাঙালি যিনি ক্যাটালিনা চ্যানেল জয় করলেন। ২০১৭ সালে ইংলিশ চ্যানেল এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল পার হয়েছেন। এবার ক্যাটালিনা চ্যানেল জয়ের পর পরপর তিন বছরে তিনটি চ্যানেল জয় করে ফেললেন কালনার সায়নী।
সায়নীর পরিবার সূত্রে জানা গেছে, ক্যাটালিনা জয়ে সায়নী আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙ্গালিদের যথেষ্ট সাহায্য পেয়েছেন। ক্যাটালিনা অভিযান সফল হতেই বাবা রাধেশ্যাম দাস মেয়ের স্বপ্ন সফল হওয়ার খবর কালনার সকলকে ফোনে জানান। সায়নী বর্তমানে নেতাজী ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাসে অনার্স করছেন। ১৩ জুন সায়নী বাড়ি ফিরে ফের পড়াশোনায় মনোযোগী হতে চান বলে জানান।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?