বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। রাজ আমলের এই মন্দিরের সৌন্দর্যায়ণে নজর দিয়েছে রাজ‍্য সরকার। মুখ‍্যমন্ত্রীর উদ‍্যোগে পর্যটন বিভাগের তরফ থেকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাস্ট বোর্ডও কাজ করছে মন্দিরের উন্নয়নের জন‍্য।

প্রতি বছরের মত এবারও রবিবার সকালে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবীকে গত এক বছর ধরে ভক্তদের দেওয়া শাড়ী ও গহনা নিলাম হল। এদিন বর্ধমান শহরের মানুষ মায়ের প্রসাদী শাড়ী, গহনা ক্রয় করেন। বেনারসি, সিল্ক, তাঁত, ছাপা শাড়ী সহ বিভিন্ন সোনা ও রূপার টিপ, মাথার মুকুট, নথ, আংটি নিলামে বিক্রি করা হয়। এদিন প্রায় ৪০০ জন নিলামে অংশ নেন। দেবীর বস্ত্র ও গহনা বিক্রি করে প্রায় তিন লক্ষ টাকা আয় হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয় নিলামে সংগৃহীত অর্থ সর্বমঙ্গলা মন্দিরের উন্নয়নে ব্যায় করা হবে। এদিনের নিলামের পরও বেশ কিছু শাড়ী বেঁচে আছে। ভক্তরা ইচ্ছা করলে ট্রাস্ট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে নিয়ম মেনে সেগুলি কিনতে পারবেন।


Like Us On Facebook