.

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মেনে কাল বাঙালীর ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতী আরাধনা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব বা বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে প্রস্তুতি। চলছে বাজার করা থেকে বাগদেবীর মূর্তি ঘরে নিয়ে যাওয়ার পালা। করোনা আবহে পুজো নিয়ে উন্মাদনা কিছুটা কম। সরস্বতী প্রতিমার চাহিদাও অন্যান্য বছরের তুলনায় কম। এখন পুজো মানেই জনিসপত্রের বাজার অগ্নিমূল্য। ইতিমধ্যেই ফল-ফুলের চড়া দাম হাঁকতে শুরু করেছেন বিক্রেতারা। পাশাপাশি বাজারে বাজারে সরস্বতী প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন প্রতিমা বিক্রেতারাও।

Like Us On Facebook