গত কয়েক বছরের মত এবারও কালনা-১ ব্লকের সুলতানপুর এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস সেবাঙ্কুর বিনামূল্যে গাছের চারা বিতরণ করল। পরিবেশ রক্ষায় সংস্থার পক্ষ থেকে এলাকার মানুষজনের হাতে বিভিন্ন গাছের চারা তুলে দেওয়া হয়। গাছের চারা সংগ্রহ করতে এলাকার মানুষের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ।
সংস্থার সম্পাদক জানান, পরিবেশ রক্ষার্থে এবং বিশ্বের উষ্ণায়নকে কিছুটা কমাতে গাছের উপকারিতার কথা মাথায় রেখে গত কয়েক বছরের মত এবারও তাঁরা গাছের চারা বিতরণ করলেন। তাঁদের এই উদ্যোগ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বাড়াবে বলে সংস্থার আশা। মানুষ বেশী করে গাছ লাগালে পরিবেশ বাঁচবে সঙ্গে মানুষও উপকৃত হবে। জানা গেছে, প্রয়াস সেবাঙ্কুর সংস্থা সারা বছরই দুঃস্থদের পাশে দাঁড়িয়ে নানান সমাজ সেবামূলক কাজ করে থাকে।
Like Us On Facebook