দেশ জুড়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বর্ধমানেও একাধিক অনুষ্ঠান হল। প্রতিটি স্কুলে শিক্ষক দিবস পালনের পাশাপাশি বিভিন্ন গৃহশিক্ষকদের বাড়িতেও চলল শিক্ষক দিবসের অনুষ্ঠান। বৃহস্পতিবার সরকারিস্তরে জেলার মূল অনুষ্ঠানটি হল বর্ধমানের আদর্শ বিদ্যালয়ে। হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় এবং জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক মৌলি সান্যাল প্রমুখ।
এদিন বেশ কয়েকজন শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও শিক্ষক দিবস উপলক্ষ্যে এই স্কুলে উদ্বোধন করা হল চারা ব্যাঙ্কের। উদ্বোধন করেন জেলাশাসক বিজয় ভারতী। উল্লেখ্য, এই চারা ব্যাঙ্কের মূল উদ্যোক্তা বর্ধমানের নাদনঘাটের রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং জেলার গাছমাস্টার বলে পরিচিত অরূপ চৌধুরী। তিনিই এই চারা ব্যাঙ্কের পরিকল্পনা করেন। এর নামকরণ করা হয়েছে রাধাকৃষ্ণাণ স্যাপলিং ব্যাঙ্ক। এই চারা ব্যাঙ্কের সহযোগিতায় রয়েছে গ্রীণ অ্যাসোসিয়েশন ফর হ্যাবিটাট বা সংক্ষেপে গাছ। অরূপবাবু জানিয়েছেন, এই চারা ব্যাঙ্কে যে কেউ বৃক্ষ-শিশু দান করতে পারেন এবং এখান থেকে বৃক্ষ-শিশু নিয়ে তা লাগাতে পারবে। অপরদিকে এদিন বর্ধমান রাজ কলেজিয়েট হাই স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠানে গিয়ে স্কুলের ভবনের খারাপ অবস্থা দেখে বর্ধমান উন্নয়ন পর্ষদ থেকে অর্থ দেওয়ার কথা ঘোষণ করেন বিডিএ-এর চেয়ারম্যান তথা বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। একইসঙ্গে স্কুলের সংস্কারের জন্য মুখ্যমন্ত্রীর কাছেও তিনি আবেদন জানাবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন।