মুম্বাইয়ের চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ১০ম কাঞ্চন উৎসবের। উৎসব মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিজের ‘বড়ি বহেন’ বলে সম্বোধন করে তাঁর ভূয়সী প্রশংসা করেন সঞ্জয় দত্ত।

তিনি আরও বলেন মমতা ব্যানার্জীর সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক। বিপদের দিনে তিনি তাঁর অনেক সহযোগিতা পেয়েছেন। তাই তিনি যখনই আমাকে ডাকবেন আমি আসব। বাংলায় আসতে আমার ভাল লাগে। কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মন্দির সংলগ্ন মাঠে শুরু হওয়া কাঞ্চন উৎসব চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসব ঘিরে প্রতিদিনই থাকবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পাশাপাশি উপস্থিত থাকবেন চিন্তন বাকীওয়ালা, অন্তরা মিত্র ও দেব নেগি, অমিত মিশ্রা, পালক মুচ্ছল, শ্রেয়া ঘোষাল, হিমেশ রেশমিয়া, জীৎ-এর মতো শিল্পীরা। ৪০ লক্ষ টাকা বাজেটের এই উৎসবে সরকারি ও বেসরকারি প্রায় ২০০ স্টলের পাশাপাশি থাকছে পুষ্পপ্রদর্শনীরও আয়োজন।


Like Us On Facebook