.
জাতীয় সড়কে উল্টে গেল বালি বোঝাই ডাম্পার। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে পালসিটের কাছে পাল্লা মোড় এলাকায়। ঘটনার পর রাস্তায় বালি ছড়িয়ে পড়লে জাতীয় সড়কে গাড়ি চালকরা অসুবিধার সম্মুখীন হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বালি বোঝাই ডাম্পারটি। ডাম্পারটি উল্টে যাওয়ায় এবং জাতীয় সড়কে বালি পড়ে থাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে জাতীয় সড়কের কর্মীরা এসে ডাম্পারটিকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Like Us On Facebook