সোমবার জেলা শাসকের দফতরে সূচনা হল সমানুভূতি যাত্রার। যাত্রার উদ্ধোধন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী, জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক কুশল চক্রবর্তী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।জেলাশাসক জানান, ভোটার তালিকায় নাম নথিভুক্ত অনুযায়ী গোটা জেলায় দেড় হাজারের মত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আছেন। এই সমস্ত মানুষজনও যাতে সপ্তদশ লোকসভা নির্বাচনে মানে দেশের সব থেকে বড় উৎসবে সামিল হতে পারেন, তারজন্য সমানুভূতি যাত্রার ট্যাবলো জেলার প্রতিটি ব্লক ঘুরবে আট দিন ধরে। মানুষ যাতে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সামিল হন তার জন্য জেলাপ্রশাসন বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় সেমিনার, প্রশিক্ষণ শিবির, সচেতনতা শিবির করছে।

এদিন সমানুভূতির ট্যাবলো প্রথম যায় বর্ধমানের নীলপুরের ব্লাইণ্ড অ্যাকাডেমিতে। সেখানে আবাসিকদের ভোট নিয়ে সচেতন করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বিষয়ে বিভিন্ন ধ্যান ধারণা দেওয়া হয় পড়ুয়াদের। এরপর সমানুভূতি ট্যাবলো যায় ঘোড়দৌড় চটির মূক ও বধির বিদ্যালয়ে। সমানুভূতির বাসে আছে এলসিডি টিভি, হুইলচেয়ার। ভোট গ্রহণ কেন্দ্রে বা বুথে প্রতিবন্ধী মানুষ জন তাদের গণতান্ত্রিক অধিকার বা ভোট দিতে গেলে সব রকম সুবিধা থাকবে। তাঁদের ভোটের লাইনে দাঁড়াতে হবে না। ভোট গ্রহণ কেন্দ্রে হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে।

Like Us On Facebook