সেফ ড্রাইভ, সেভ লাইফ প্ৰচার এবার গ্ৰামে। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের কুলটির ১৬ নম্বর ওয়ার্ড থেকে সেফ ড্রাইভ, সেভ লাইফ অনুষ্ঠানের উদ্যেগ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত্রা বাউরি এবং যুব তৃণমূল নেতা বিশ্বজিত চ্যাটার্জি। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন চৌরঙ্গি ফাঁড়ির আইসি মইনুল হক ও কুলটির ট্রাফিক ওসি হরিশঙ্কর যাদব। এদিন ১৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি গ্রামে ঘুরে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচির প্রচার করা হয়। এদিনের কর্মসূচিতে প্রচুর স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। পাশাপাশি জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টে তৃণমূল নেতা বিশ্বজিত চ্যাটার্জি ও চৌরঙ্গি ফাঁড়ির গৌতম গাঙ্গুলি হেলমেটহীন বাইক চালকদের মাথায় হেলমেট পড়িয়ে দেন এবং হেলমেট পড়ে বাইক চালানোর জন্য আহ্বান জানান। এদিন ডুবুরডিহি চেকপোস্টে বাইক আরোহীদের সচেতন করার পাশাপাশি ১০০ হেলমেট বিতরণ করা হয় হেলমেটহীন বাইক চালকদের।

Like Us On Facebook