দুর্ঘটনা রোধে মানুষকে সচেতন করতে এবার দুর্গাপুর পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি রূপায়নে হেলমেট পরে বাইক মিছিল করল দুর্গাপুর ইস্পাত নগরীর বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থানায় সেফ ড্রাইভ সেভ লাইভ র্যালির শুভ সুচনা করেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এদিনের সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইজি ট্রাফিক মনোজ ভার্মা। তাছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার লক্ষীনারায়ন মীনা সহ দুর্গাপুরের মহানাগরিক অপূর্ব মুখার্জী ও মহকুমা শাসক শঙ্খ সাঁতরা সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সকলেই সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইজি ট্রাফিক মনোজ ভার্মা সকলকে কঠোর ভাবে ট্রাফিক নিয়ম মেনেই যানবাহন চালানোর পরামর্শ দেন। একই সঙ্গে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে চলতি বছরে বহু প্রাণহানি রোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করে এক পরিসংখ্যান তুলে ধরেন ট্রাফিক আইজি। একই কথা বলেন দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরাও। দুর্গাপুরের মহানাগরিক অপূর্ব মুখার্জী যান চলাচলে ট্রাফিক আইন না মানলে এবং বাইক আরোহীরা হেলমেট না পরলে পুলিশকে সংশ্লিষ্ট গাড়ি ও বাইক বাজেয়াপ্ত করার নিদান দেন অপুর্ববাবু। এদিনের সেফ ড্রাইভ সেভ লাইফ পুলিশের এই কর্মসূচি ঘিরে দুর্গাপুর থানা উৎসবের চেহারা নেয়।
Like Us On Facebook