.
সেফ ড্রাইভ সেভ লাইফ দিবস পালন করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। সোমবার বর্ধমান স্টেশন থেকে পদযাত্রা শুরু হয়ে তা শেষ হয় বীরহাটায়। সাবধানে, ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো ও বাইক আরোহীদের হেলমেট ব্যবহারের জন্য প্রচারে জোর দেওয়া হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় বলেন, ‘ঠিক তিন বছর আগে আজকের দিনে পশ্চিমবঙ্গ সরকার সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচী শুরু করে। গত তিন বছরে জেলার সর্বত্র দুর্ঘটনা অনেকখানি কমেছে। আগামী দিনে সাধারণ মানুষ আরও বেশী সচেতন হলে পথ দুর্ঘটনার সংখ্যা আরও কমে যাবে।’ এদিনের পদযাত্রায় শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পাশাপাশি ক্লাব ও সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
Like Us On Facebook