মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফকে সফল করতে, একেবারে সাইকেলে ব্যানার হোর্ডিং সঙ্গে করে দার্জিলিং সফর বেরিয়ে পড়লেন হুগলীর পুরশুড়ার জঙ্গলপারা ও রসুলপুরের তিন যুবক উজ্বল ঘোষ, বিলাস নন্দী এবং অমিয় পন্ডিত। এর আগে সরকারি ও বেসরকারি উদ্যোগে অনেক কর্মসূচী নেওয়া হলেও মুখ্যমন্ত্রীর স্বপ্নের কর্মসূচিকে সফল ও প্রসারে একেবারে সাইকেলে করে এমন অভিনব প্রচারে অনেককেই তাক লাগিয়ে দিয়েছেন এই তিন যুবক।
সোমবার সকাল ১০ টার সময় পুরশুড়া থেকে এদের সফর শুরু হয়। রেসিং সাইকেল নয়। দেখা গেলে সাধারণ সাইকেল নিয়ে তাতে প্রয়োজনীয় সামগ্রী পিছনের কেরিয়ারে বেঁধে নিয়ে বের হয়েছেন ওই তিন যুবক। ১৫ দিনের এই সফরে বিভিন্ন জেলায় পথে প্রান্তে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ও মিশন নির্মল বাংলা বিষয়ে সচেতনতার প্রচার করবেন তারা। এদের তিনজনের মধ্যে উজ্বল ঘোষ শারীরিক ভাবে প্রতিবন্ধী। তার ডান হাতটি ছোটো ও প্রায় অকেজো।
সোমবার রাতেই তারা পৌঁছান বর্ধমান পৌরসভার ৪ নং ওয়ার্ডের ওভারব্রীজ সংলগ্ন এলাকায়। সেখানে তাদের সম্বর্ধনা জানান ওয়ার্ড কাউন্সিলার মহঃ আলি ও যুব নেতা নুরুল আলম সহ দুবরাজদীঘি মহামেডান স্পোটিং ক্লাবের সদস্যরা। রাতে ক্লাবেই তাদের আহারাদি ও রাত্রিবাসের ব্যবস্থা করেন তারা।মঙ্গলবার সকালে সেখান থেকেই দার্জিলিং এর পথে পারি দেন উজ্বল, বিলাস ও অমিয়।