সবুজসাথী সাইকেল বিলির সময় স্কুল পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠলো বর্ধমানের কলিগ্রাম হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, বৃহস্পতিবার স্কুলের নবম ও দশম শ্রেণির মোট ১০৮ জন ছাত্রকে সাইকেল দেওয়া হয়। প্রত্যেক ছাত্রের কাছ থেকে সাইকেলগুলি স্কুলে নিয়ে আসার ভাড়া বাবদ ৩৭ টাকা করে নেওয়া হয়। আর এই ঘটনা ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়।
সবুজসাথী সাইকেলের জন্য টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন স্কুলের সহকারী শিক্ষক সরোজ কুমার পাল। তিনি জানান বর্ধমানের কৃষিখামার থেকে সাইকেল গুলি স্কুলে পাঠানোর জন্য ভাড়া বাবদ প্রতিটি সাইকেল থেকে ৩৭ টাকা করে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, যে সংস্থা এই সাইকেল সরবরাহের দায়িত্বে রয়েছেন তাঁরাই প্রত্যেক সাইকেল পিছু ৩৭ টাকা করে ভাড়া নিয়েছেন। সরোজবাবু জানিয়েছেন, গত ২ বছর তাঁরা স্কুলের ছাত্রীদেরই সাইকেল বিলি করেছিলেন। এবারেই প্রথম ছাত্রদের সাইকেল বিলি করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন স্কুল পড়ুয়ারা নিখরচায় সাইকেল পাবে। সেখানে কিভাবে সবুজসাথীর সাইকেল দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। উল্লেখ্য, এর আগে বর্ধমান শহরের একটি গার্লস স্কুলেও একইভাবে সবুজসাথী সাইকেল বিলিতে ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। এদিন কলিগ্রাম হাইস্কুলের দুই ছাত্রও জানিয়েছেন, স্কুল থেকে আগেই তাদের জানানো হয়েছিল সাইকেল নিতে গেলে ৩৭ টাকা করে দিতে হবে। টাকা না দিলে সাইকেল পাওয়া যাবে না বলেই এদিন তারা সাইকেল নেবার জন্য ৩৭ টাকা করে দিয়েছে।