আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে দুই বর্ধমান সহ রাজ্যের ২০টি জেলা পরিষদের সভাধিপতি পদ সংরক্ষণের কোপে পড়ল। মঙ্গলবার রাজ্য নির্বাচন দপ্তর থেকে গোটা রাজ্যের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি পদে সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। এর আগেই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য আসনগুলির সংরক্ষণ তালিকা প্রকাশিত হয়েছে।
পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনারের প্রকাশিত গেজেটে এই আসন সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এদিন প্রকাশিত তালিকা অনুসারে পূর্ব বর্ধমান জেলায় মোট ২১৫টি গ্রাম পঞ্চায়েত প্রধানের আসনের মধ্যে ১৬১টি এবং উপপ্রধান হিসাবে ৫৪টি আসন সংরক্ষিত হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আসন সংরক্ষিত হয়েছে ১৭টি এবং সহকারী সভাপতির আসন সংরক্ষিত হয়েছে ৬টি। উল্লেখ্য, এই সংরক্ষণের ধাক্কায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের কার্যত কোন পুরানো প্রার্থীই আর দাঁড়াতে পারছেন না। একেবারেই নতুন মুখ দিয়েই গঠিত হবে নতুন জেলা পরিষদ বোর্ড।