শুক্রবার পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা শুরু হল। সাত দিন ধরে চলবে এই মেলা। কালনা ২ নম্বর ব্লকের সিঙ্গেরকোণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, সংসদ সুনীল মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, নার্গিস বেগম, সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘড়িয়া, প্রণব রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এই মেলায় হস্ত শিল্পীরা তাঁদের তৈরি নানারকম সামগ্রী নিয়ে বসেছেন। এছাড়াও মেলায় ৬০টি স্টল হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। এই মেলায় স্বনির্ভর ও স্বনিযুক্তি বিষয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হবে আলোচনা মধ্যে দিয়ে। স্বনিযুক্তি প্রকল্পের মধ্যে দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কিভাবে আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলা যায় সে ব্যাপারে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত ভাবেই বলেন মন্ত্রী।