কিছুদিন আগেই ফরওয়ার্ড ব্লক থেকে প্রাক্তন বিধায়ক সহ শতাধিক ফরওয়ার্ড ব্লক সমর্থক ও নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। শনিবার বর্ধমানের পাহাড়হাটিতে মেমারি ১নং ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মেলনে আর এসপির জেলা সম্পাদক স্বপন ব্যানার্জ্জী সহ আরএসপির জেলা কমিটির প্রায় ১২জন নেতা সহ মোট ১১৯জন আরএসপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন আরএসপি থেকে আসা এই নেতাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, বামফ্রণ্টের সঙ্গে কংগ্রেসের আঁতাত মেনে নিতে না পারা সহ মমতা বন্দোপাধ্যায়ের উন্নতির শরিক হতেই এদিন এই আরএসপি-র নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। খোদ আর এসপির জেলা সম্পাদক স্বপন ব্যানার্জ্জী জানিয়েছেন, এর আগেও তাঁরা জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটির কাছে কংগ্রেসের সঙ্গে আঁতাতের বিরোধিতা করেছিলেন। কিন্তু তাঁদের কথা কেউ শোনেনি। এরই মাঝে বিজেপির বাড়বাড়ন্ত যেভাবে ঘটছে তাকে রোখার মত কোন কোমড়ের জোরও নেই বর্তমান বামপন্থীদের। বিজেপিকে রুখতে পারে তৃণমূলই। এর সঙ্গে রয়েছে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন যজ্ঞ। স্বপনবাবু জানিয়েছেন, তাঁরা বিরোধী রাজনীতি করলেও মমতা বন্দোপাধ্যায়ের এই উন্নয়ন যজ্ঞকে তাঁরা সম্মান জানিয়েছেন। তাই আর বিরোধী রাজনীতি নয়, সরাসরি তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েই এই উন্নয়নের কাজ করে যেতে চান তাঁরা।

Like Us On Facebook