সোমবার আরপিএফ তল্লাশি চালিয়ে ট্রেন থেকে ৩০ কেজি গাঁজা সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রাজিন্দর দাস ও ঊর্মিলা দাস। তাদের বাড়ি বর্ধমান থানা এলাকায়। আরপিএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে গাঁজা পাচারের খবর পেয়ে সোমবার সকাল ৯টা থেকে আরপিএফ তালিত স্টেশনে বিভিন্ন ট্রেনে তল্লাশি শুরু করে। পাশাপাশি তালিত থেকে বর্ধমান স্টেশন পর্যন্ত বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। এরই মধ্যে সন্দেহজনক লাগেজ দেখে রাজিন্দর দাস ও ঊর্মিলা দাসকে আটক করে আরপিএফ। তাদের লাগেজ পরীক্ষা করে ৫টি প্যাকেটের মধ্যে ৩০ কেজি গাঁজা উদ্ধার হয়। রেল পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ জানতে পারে, মহাদেব নামের এক ব্যাক্তি তাদের সঙ্গে নিউ কোচবিহার থেকে আসছিল। ওই প্যাকেটগুলি বর্ধমানে পৌঁছে দেওয়ার জন্য মহাদেব তাদের দু’হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
Like Us On Facebook