এবার রসগোল্লা ভক্ষণ প্রতিযোগিতা। স্থান বর্ধমানের কাঞ্চননগর মাঠ। বর্ধমান পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন দাসের উদ্যোগে কাঞ্চন উৎসব থেকে শুরু করে পুজো কার্নিভাল, প্রর্দশনী ফুটবল – বছরভর নানান অনুষ্ঠান আয়োজিত হয় বর্ধমানের কাঞ্চননগর মাঠে। সফল পুজো কার্নিভাল আয়োজনের পর কাঞ্চননগর মাঠে অনুষ্ঠিত হল রসগোল্লা ভক্ষণ প্রতিযোগিতা। রবিবাসরীয় বিকেলে বর্ধমান শহরের ২০ টি ক্লাবের ২০ জন প্রতিনিধি রসগোল্লা খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন। একজন মহিলা প্রতিযোগীও ছিলেন। যখন সুগারের ভয়ে বাঙালি মিষ্টি বিমুখ। তখন দিব্যি বড় বড় ১০ টাকা পিসের রসগোল্লা গপাগপ খেয়ে নিলেন প্রতিযোগীরা। প্রতিযোগিতার সময় নির্ধারিত ছিল ৩০ মিনিট। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিরা ৩০ মিনিটে ৩৫-৪০ টি করে রসগোল্লা খেয়ে সকলকে চমকে দেন।
Like Us On Facebook