বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে বাইপাস সার্জারি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিল রোগীকল্যাণ সমিতি। শনিবার বর্ধমানের অনাময় পরিদর্শন এবং সেখানে রোগীকল্যাণ সমিতির বৈঠকের পর একথা জানিয়েছেন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।
এদিন স্বপনবাবু জানিয়েছেন, অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধান করার উদ্যোগ নেওয়া হচ্ছে। লিফট চালু, রাস্তা মেরামত প্রভৃতি কাজগুলিকে হাতে নেওয়া হয়েছে। এছাড়াও যেহেতু অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল বর্ধমানের উপকণ্ঠে ২নং জাতীয় সড়কের ধারেই অবস্থিত এবং দুর্ঘটনায় আহতদের প্রথমাবস্থায় এখানেই নিয়ে আসা হয় তাই এব্যাপারে জেলা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বপনবাবু। স্বপনবাবু জানিয়েছেন, টেলি মেডিসিন পরিষেবার ক্ষেত্রে গোটা রাজ্যের মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রথম স্থানে রয়েছে। এখানে গড়ে প্রতিদিন ৫৫০ জন রোগীকে টেলি মেডিসিন পরিষেবা দেওয়া হচ্ছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩৬০ জন। অনাময়ে এখন ২৪ ঘন্টাই পরিষেবা পাওয়া যাচ্ছে এবং স্বাস্থ্য সাথী কার্ডে এখানে চিকিৎসার সুবিধা পাওয়া যাচ্ছে।
এছাড়াও তিনি জানিয়েছেন, পুরানো রাধারাণী বিল্ডিংটি যাতে নতুন করে করা যায় তারও একটা আলোচনা রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে চলছে। এছাড়া নিউরোলজি ও কার্ডিওলজির চিকিৎসার জন্য বিশেষভাবে তৈরী অনামায় হাসপাতালে যাতে বাইপাস সার্জারি করা যায় তার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। বাইপাস সার্জারির জন্য যাদের এতদিন কলকাতা বা ভিনরাজ্যে ছুটতে হত, অনাময়ে এটা চালু হলে রোগীদের অনেক সুবিধা হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, বর্ধমান হাসপাতালের সুপার তাপস ঘোষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, উজ্জ্বল প্রামাণিক, পুরপ্রধান পরেশ সরকার, বর্ধমান সদর উত্তর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ অন্যান্যরা।