একমাসে জোড়া দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। মৃত্যুর কারণ রেষারেষি ও দ্রুতগতি। যানজটপূর্ণ এলাকা ও ওভারব্রিজের কাজ চলার জন্য রাস্তা সংকীর্ণ হওয়া সত্ত্বেও বাস চালকেরা বাস চালাচ্ছেন অত্যন্ত দ্রুতগতিতে, যার ফলে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই এবার বাসচালক সহ অনান্য সকল যানবাহন চালকদের সচেতন করতে গান্ধীগিরিকেই বেছে নিলেন ৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার নির্মীয়মান রেল ওভারব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যগে পথ সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। ওয়ার্ড কাউন্সিলার মহম্মদ আলি, ওয়ার্ড কমিটির সম্পাদক নুরুল আলমের উদ্যোগে বাস চালকদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল। সঙ্গে করা হয় ট্রাফিক আইন মেনে চলার ও গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালানোর আবেদন। এদিন হেলমেটবিহীন বাইক আরোহীদেরও হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় এবং পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। এদিন ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও নিয়ম মেনে গাড়ি চালানো সহ পথ নিরাপত্তার পাঠ দেওয়া হয় বিভিন্ন গাড়ির চালকদের।