বুধবার সকালে পৃথক পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মী সহ ২ জনের। জখম হলেন ২ জন। এদিন সকালে পথ দুর্ঘটনা ঘটে জৌগ্ৰামের কাছে দু’নম্বর জাতীয় সড়কে। গুরুতর জখম হন দুই পুলিশ কর্মী। জানা গেছে, সিঙ্গুর থেকে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় কাজে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন দুই পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা গেছে, আহত দুই পুলিশ কর্মীর নাম বিপ্লব দানা ও শঙ্কর দাস (৫৫)। বিপ্লব দানা এসআই ও শঙ্কর দাস কনস্টেবল পদে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় কর্মরত। এদিন সিঙ্গুর থেকে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্কুটারে করে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। জামালপুর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে বর্ধমান অনাময় হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় কনষ্টেবল শঙ্কর দাসকে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

অপরদিকে, ভাতাড়ের বামশোর গ্রামে সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, আহত হলেন আরও একজন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। ভাতাড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বামশোর গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন শেখ (৪৫) প্রতিদিনের মত এদিনও রাস্তা মেরামতির জন্য সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। বামশোর বাগদীপাড়ায় বর্ধমান থেকে নতুনহাটের দিকে দ্রুতগতিতে যাওয়ার সময় একটি লরি সজোরে ধাক্কা মারে গিয়াসউদ্দিন শেখকে। তিনি ছিটকে পড়েন নয়ানজুলিতে। ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর পিছনে শৈলেন রায় নামে এক ব্যক্তি আসছিলেন। তাঁরও বাড়ি বামশোর গ্রামে। তিনিও সাইকেলে ছিলেন। তাঁকেও ধাক্কা মারে লরিটি। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাতাড় স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ভাতাড়ের বামশোর গ্রামে বাদশাহী রোড।