দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক লরি চালকের। বৃহস্পতিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি-সাতগেছিয়া রোডে তক্তিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই লরি চালকের নাম রঞ্জিত মাইতি (৬০)। মেদিনীপুর জেলার মহিষাদলে বাড়ি মৃত চালকের। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি পুলিশ আটক করেছে।

সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-আরামবাগ রোডের উচালনের কাছে। এই ঘটনায় ৩০ জন যাত্রী জখম হয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

.

Like Us On Facebook