২ নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৩ জন সহ ৪ জনের। দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের আলিশা এলাকায় জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে বেড়িয়ে কাজে যাওয়ার সময় পিছন থেকে দুর্গাপুর অভিমুখী একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘাতক গাড়িটি পলাতক। গাড়িটির খোঁজে তল্লাসি চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে বাড়ি থেকে বাঁকুড়া মোড়ে চাষের কাজে যাওয়ার সময় হঠাৎ করেই পিছন থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চার জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের পরে হাসপাতালে এক জনের মৃত্যু হয়। মৃত বিষ্টু রুইদাস( ৫৫), চম্পা রুইদাস (৪২), ঝর্ণা রুইদাস (৩২) ও সরস্বতী সেন (৫৫)। তাঁদের বাড়ি আলিশা দাস পাড়া এলাকায়। এরা সকলেই ক্ষেতমজুর। দেহগুলি ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠানো হয়।

Like Us On Facebook