.

লকডাউনের মধ্যেই বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক সাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল লাল থাকার কারনে কলকাতামুখী একটি চার চাকা গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল। ঠিক তার পিছনে এক সাইকেল আরোহীও ছিলেন। এমন সময়ে অন্য একটি চার চাকা গাড়ি সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মেরে সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারলে গুরুতর আহত সাইকেল আরোহীকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশসূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম বিপুল দে। বাড়ি লোকো গোলঘর এলাকায়। এই ঘটনায় গাড়ির চালক সহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিকেও।

Like Us On Facebook