ফের জাতীয় সড়কে পথ দুর্ঘটনার বলি হলেন একই পরিবারের মেয়ে জামাই ও শাশুড়ি। গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই পরিবারের পরিচারিকা এবং ৩ বছরের একটি শিশুকে স্থানান্তর করা হল কলকাতার পিজিতে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাঁকুড়ার জয়রামবাটি থেকে কলকাতার মুচিপাড়া থানার গোকুল বড়াল স্ট্রীটে একটি মারুতি জেন গাড়িতে ফিরছিলেন ওই পরিবারের সদস্যরা। পথে গুড়াপ থানার শিবপুরে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে ওই মরুতি গাড়িটি। কার্যত ঘটনাস্থলেই প্রাণ হারান দেবদুত মণ্ডল (৩৬), তাঁর স্ত্রী দেবলীনা দে মণ্ডল (৩২), দেবদূতবাবুর শাশুড়ি চন্দ্রিমা দে (৫৫)। আহত হন ওই পরিবারের পরিচারিকা মায়া ভুঁইঞা এবং দেবদূতবাবুর ৩ বছরের কন্যা। দুজনেরই আঘাত গুরুতর। নিহত চন্দ্রিমা দে-র স্বামী সুব্রতকুমার দে জানিয়েছেন, এদিন সকাল ৯টা নাগাদ গুড়াপ থানা থেকে তাঁরা এই দুর্ঘটনার খবর পান। এরপরই তাঁরা দুপুর প্রায় ১২টা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। রীতিমত কান্নায় ভেঙে পড়ে সুব্রতবাবু জানিয়েছেন, তাঁর পরিবার শেষ হয়ে গেল। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি এবং পরিচারিকার আঘাত গুরুতর হওয়ায় তাদের কলকাতার পিজিতে স্থানান্তরিত করা হয়েছে।
Like Us On Facebook