ঝুঁকিপূর্ণ ও জটিল অস্ত্রোপচার করে নব জাতককে পৃথিবীর আলো দেখালেন চিকিৎসকরা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভবত এই প্রথম এই ধরণের জটিল অস্ত্রোপচার। বর্ধমানের নীলপুরের পীরতলার গৃহবধূ কাজল ব্যাপারী এবং ৬ দিনের শিশু কন্যা সম্পূর্ণ বিপদ মুক্ত ও সুস্থ। কাজলদেবীর জন্ম থেকেই হার্টে ফুটো ছিল। ব্যাঙ্গালোরে কাজলদেবীর কয়েক বছর আগে অস্ত্রোপচারও হয়। গত ৬ মাস ধরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকদের তত্বাবধানে ছিলেন প্রসূতি কাজলদেবী। চিকিৎসকরা জানান এই ধরনের প্রসূতিদের প্রসব প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। শতকরা পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে এই ধরণের প্রসূতি প্রসবের পর মারা যায়। অনেকক্ষেত্রে মারা যায় সদ্যজাতও। গত শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি বিভাগে ৯ জন চিকিৎসকের মেডিকেল টিম এই জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে নব জাতককে দেখালেন পৃথিবীর আলো। তারপর মা ও সদ্যজাত পুরোপুরি সুস্থ আছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় খুশী কাজলদেবীর পরিবার। খুশী চিকিৎসকরাও।