শুক্রবার বর্ধমানের কল্পতরু মাঠে বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রাইস প্রো-টেক এক্সপো ২০১৯-এর উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এক্সপো চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সমস্ত রাইসমিলগুলিকে দূষণ নিয়ন্ত্রণে অত্যাধুনিক যন্ত্র বসানোর পরামর্শ দিলেন। পাশাপাশি জানিয়ে দিলেন মিলের অপরিশুদ্ধ জল পরিশুদ্ধ না করে ধানজমি বা জলাশয়ে ফেলা যাবে না।
উল্লেখ্য, সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার গলসির একটি রাইসমিলের দূষণ নিয়ে এলাকার মানুষ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে অভিযোগ জানানোয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ওই রাইসমিলটি বন্ধ করে দেওয়ার নোটিশ সহ ২০ লক্ষ টাকা জরিমানা করেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি আব্দুল মালেক এই প্রসঙ্গে জানান, অবিলম্বে সরকার এব্যাপারে ব্যবস্থা না নিলে আগামী দিনে রাইসমিল চালানো সম্ভব হবে না। আর এরপরেই খাদ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই এব্যাপারে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্রের সঙ্গে তাঁর কথা হয়েছে। কোনে মিলই বন্ধ হবে না। রাজ্য সরকার মিলগুলির পাশে আছে। তবে মিল থেকে নির্গত জলকে পরিশুদ্ধ করতেই হবে। এব্যাপারে ওই মিলকে ব্যবস্থা নিতে হবে।
এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল, জেলা খাদ্য নিয়ামক আবির কুমার বালি, প্রাক্তন কাউন্সিলার খোকন দাস সহ আয়োজক সংগঠনের কর্মকর্তারা।