চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর। মৃত ব্যক্তির নাম রেণুপদ দাস(৭০)। বাড়ি বর্ধমানের খাঁ পুকুর এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমান রেল স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠতে গিয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্ধমান স্টেশনের ১নং প্লাটফর্মে ঢোকে। এরপর ট্রেনটি ৮ টা ৩৫ মিনিট নাগাদ প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন রেণুপদ দাস। এই সময় পা হড়কে তিনি ট্রেনের নীচে পড়ে যান। সেই সময় প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের চিৎকারে ট্রেনটি কিছুটে এগিয়ে থেমে গেলেও রেণুপদবাবুকে বাঁচানো যায়নি।
বর্ধমান জিআরপি ওসি দীপ্তেস চক্রবর্তী জানান, রেণুপদ দাস রেলের ড্রাইভার ছিলেন। তিনি ২০১০ সালে চাকরি থেকে অবসর নেন। রেণুপদ দাসের পরিবার সূত্রে জানা গেছে, এদিন রেণুপদবাবু রামপুরহাটে তাঁর দেশের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছিলেন।