অন্ডাল বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে বিমান পরিষেবা ইতিমধ্যেই শিল্পাঞ্চলে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি, হায়দরাবাদ ও মুম্বাই রুটে বিমান চলাচল করছে। কম সময়ে গন্তব্যে পৌঁছতে দুর্গাপুর, আসানসোল সহ আশপাশের জেলার সাধারণ মানুষ থেকে শিল্প-বাণিজ্য মহল এতে বেশ উপকৃত। কিন্তু দেখা যাচ্ছে চলতি মাসের ২৩ এবং ২৫ তারিখে দিল্লি উড়ান বাতিল করা হয়েছে এবং ২৯ ও ৩০ আগস্টও দুর্গাপুর-দিল্লি উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
খবর নিয়ে জানা গেছে, দুর্গাপুর-দিল্লি রুটে যাত্রী সংখ্যা যথেষ্ট ভাল। দুর্গাপুর-দিল্ল রুটে যাত্রী পরিবহণ করে এয়ার ইন্ডিয়া। তাছাড়া দুর্গাপুর থেকে মুম্বাই বা হায়দারবাদ রুটে স্পাইস জেট যাত্রী পরিবহণ করে, সেখানেও যাত্রী সংখ্যা আশাব্যাঞ্জক এবং এই দুটি রুটে নিয়মিত বিমান চলছে। দুর্গাপুর-দিল্লি রুটে এয়ার ইন্ডিয়া বার বার বিমান বাতিল করায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী থেকে যাত্রীমহলে। পশ্চিম বর্ধমান জেলার বণিকসভা এতে সিঁদুরে মেঘ দেখছেন। এদিকে, অনেকে মনে করছেন যাত্রী সংখ্যা পর্যাপ্ত থাকলেও আর্থিক অবস্থা খারাপ হওয়ায় এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবায় বিঘ্ন ঘটছে।